প্রতিষ্ঠানের পরিচিতি

প্রতিষ্ঠানের পরিচিতি

সূচনা : আদি পিতা হযরত আদম আ. থেকে এ পর্যন্ত যখনই কোন বাতিল আত্মপ্রকাশ করেছে তখনই দ্বীনের মুজাহিদগণ দৃঢ়ভাবে তার মোকাবেলা করেছেন। বাংলার জমিনে যখন নারী সমাজ পাশ্চাত্যের কালো থাবা ও সহশিক্ষার বেড়াজালে আবদ্ধ হয়ে ইসলামী তাহযীব-তামাদ্দুন কে ভূলে নারী স্বাধীনতার নামে বেহায়াপনা ও উলঙ্গপনার সয়লাবে ভেসে যাচ্ছিল, ঠিক সেই মূহূর্তে নারী সমাজকে রক্ষার জন্য চট্রগ্রামের কৃতিসন্তান মাওলানা আব্দুল মালেক হালীম সাহেব দা. বা. এর স্মৃতিপটে উদ্ভাসিত হয় যে, বর্তমান এ পরিস্থিতি মোকাবেলা করতে হলে এমন এক মহিলা শিক্ষালয় গড়ে তুলতে হবে, যেখান থেকে নারীজাতি দ্বীনি শিক্ষায় শিক্ষিতা হয়ে শিরক, বিদ্আত ও কুসংস্কার মুক্ত একটি সভ্য ও শিক্ষিতা নারী জাতি সমাজকে উপহার দিবে এবং ইসলামের সঠিক দাওয়াত ঘরে ঘরে পৌছে দিবে। যার ফলে আল্লাহ প্রদত্ব হুকুম-আহকাম ও নবী কারীম সা. এর ত্বরীকা প্রতিষ্ঠিত হবে নারী সমাজে। এ লক্ষ্যে ১৯৭৪ ইং সনে কতিপয় বিশিষ্ট আলেমে দ্বীন ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের  পরামর্শ ও এস্তেখারার মাধ্যমে ঢাকার উত্তরা মডেল টাউনের ১০ নং সেক্টরে তৎকালীন ওয়াকফকৃত জমিতে “জামিয়া ইসলামিয়া রানাভোলা” (সাবেক- আল-মাদ্রাসাতুল আজিজিয়া দারুল উলুম) এর ভিত্তি স্থাপন করা হয়। এটাই রাজধানী ঢাকার সর্বপ্রথম ও সর্ববৃহৎ মহিলা মাদ্রাসা। বহু ঘাত-প্রতিঘাত পাড়ি দিয়ে ১৯৯১ ইং সন হতে আরবী সর্বোচ্চ শ্রেণি তাকমীল (দাওরা হাদীস) পর্যন্ত উন্নিত হয়ে আজ ইসলামী সভ্যতার ধারক-বাহক হয়ে জাতির মাঝে স্ব-গৌরবে মহিলা সমাজকে সঠিক পথের সন্ধান দিচ্ছে এবং ইসলামী ভাবধারাকে দিক-দিগন্তে বিকশিত করার মহান দায়িত্ব পালন করে চলেছে।

arrow_upward